রাজধানীতে ঈদকে সামনে রেখে সম্ভাব্য জঙ্গি হামলা এড়াতে মাঠ পর্যায়ে পুলিশকে সর্ব্বোচ সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। একটি চিঠির মাধ্যমে নিরাপত্তা বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে পুলিশের সকল স্থাপনা ও যানবাহনে। এছাড়া বিমানবন্দর, কূটনীতিক পাড়া ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ও মাজারকেন্দ্রিক মসজিদে বাড়ানো হয়েছে নিরাপত্তা নজরদারি।অনেকদিন কোনো ধরণের জঙ্গি তৎপরতা ছাড়াই দেশ একটি শান্তিময় সময় পার করছিল, হঠাৎ করে এই ধরণের সতর্ক বার্তা পরিস্থিতি পাল্টে দিয়েছে। প্রতিবছর ঈদসহ নানা উৎসবের আগে বাড়তি সতর্কতা থাকলেও এবারে এধরণের সরাসরি নির্দেশনা দেশবাসীকে শঙ্কিত করে তুলেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.