জিনজিয়াংয়ের অবস্থা একাত্তর পূর্ব বাংলাদেশের মতো: লিলি হার্ডিং
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের অবস্থা মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) মতো হতে চলেছে। সেখানকার জনগণ চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শঙ্কায় রয়েছে। তারা চায় একটি স্থিতিশীল গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তবে সিসিপি জিনজিয়াং নিয়ন্ত্রণ করলে গণতান্ত্রিক সাম্যাবস্থা সেখানকার জনগণের স্বপ্ন হয়েই থেকে যাবে।