ট্রাম্পকে অনেক জবাবদিহি করেই জয়ী হতে হবে
আমেরিকার আগামী নির্বাচনে তিনটি ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহি করতে হবে। এই তিনটি ক্ষেত্র হলো করোনাভাইরাস মোকাবিলার প্রয়াস, নাগরিক আন্দোলন সামাল দেওয়াসহ দেশের আইনশৃঙ্খলা এবং দেশের অর্থনীতি। তিনটা ইস্যুতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা বেকায়দায় আছেন। করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই ট্রাম্প অস্থির সব কাজ করে আসছেন। ‘চায়না ভাইরাস’ বলা থেকে শুরু করে ডিটারজেন্ট দিয়ে ফুসফুস পরিষ্কার করার মতো হালকা কথা বলেছেন। টাস্কফোর্সের বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিসহ কারও কথাই গুরুত্ব দেননি তিনি। নিজের মতো করে মঞ্চ গরম করা বক্তব্য দিয়েছেন। অন্যকে নিয়ে বিদ্রূপ করেছেন। বলেছেন, ভাইরাস এমনিতেই মিইয়ে যাবে। এ নিয়ে রাজনীতি করেছেন। তবে করোনাভাইরাস রাজনীতির খেলা বোঝেনি। ছড়িয়ে পড়েছে পুরো দেশে।
সারা বিশ্বের মধ্যে দীর্ঘস্থায়ী সংক্রমণের দেশ হয়ে দাঁড়িয়েছে আমেরিকা। করোনার কারণে আগামী ১৫ দিনের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭৫ হাজারে দাঁড়াবে বলে বিশেষজ্ঞরা বলছেন। এখন প্রেসিডেন্ট ট্রাম্পও এ নিয়ে গুরুত্ব দেখানোর চেষ্টা করছেন। বলছেন, শেষ হওয়ার আগে পরিস্থিতি আরও নাজুক হবে। কতটা নাজুক হবে, আর কত মানুষের মৃত্যু হবে—এসব প্রশ্নের জবাব দেওয়ার জন্য ট্রাম্পের হাতে আর বেশি সময়ও নেই। নির্বাচনের আর মাত্র ১০০ দিন বাকি।