সিআইএর দপ্তরেরই ধাঁধার সমাধান হয়নি আজও
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সংক্ষিপ্ত নাম সিআইএ। জাতীয় স্বার্থে বিশ্বের অন্যতম শক্তিশালী এই গোয়েন্দা সংস্থার সদস্যদের দুর্ধর্ষ অভিযানের কথা অনেকেরই জানা। তাঁরা সমাধান করেছেন অনেক বড় বড় রহস্যেরও। কিন্তু সেই গোয়েন্দা সংস্থারই সদর দপ্তরে রয়ে গেছে বড় এক রহস্য। ৩০ বছর ধরে এই রহস্য সমাধানের চেষ্টা চলছে। কিন্তু আজ পর্যন্ত সমাধানে পৌঁছাতে পারেননি কেউ।
৩০ বছর ধরে এই রহস্য সমাধানের চেষ্টা চলছে। কিন্তু আজ পর্যন্ত সমাধানে পৌঁছাতে পারেননি কেউ। আশির দশকের শেষ দিকে সিআইএর সদর দপ্তরে একটি ভাস্কর্য নির্মাণের দায়িত্ব দেওয়া হয় জিম সানবর্ন নামের এক শিল্পীকে। বিশ্বের বিখ্যাত গোয়েন্দাদের মুখচ্ছবি যাতে প্রতিদিন সিআইএর সদস্যরা দেখতে পান, সে জন্য এ ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সানবর্ন একটি শিল্পকর্ম নির্মাণ করেন সেখানে, যাতে তিনি এক গোলোকধাঁধা সৃষ্টি করেন। তিনি গোয়েন্দাদের উদ্দেশে একটি ক্রিপ্টোগ্রাফিক চ্যালেঞ্জ ছুড়ে দেন। ভাস্কর্যটির প্রস্থ প্রায় ২০ ফুট, উচ্চতা ১২ ফুট। কিন্তু এর গা জুড়ে রয়েছে অক্ষর আর অক্ষর। সাধারণ চোখে দেখলে এটিকে একটি অস্পষ্ট শিল্পকর্ম মনে হতে পারে।