কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এমপি ইসরাফিল রক্তাক্ত জনপদকে শান্ত করেছিলেন

যুগান্তর নওগাঁ প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ১১:৪৫

রানীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। জঙ্গি এলাকা হিসেবে একসময় এ দুই উপজেলা পরিচিত ছিল। আতঙ্কের অপর নাম বাংলাভাইয়ের অধ্যুষিত এলাকা। যার নেতৃত্বে ছিলেন সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাই। চার জেলা নওগাঁ, নাটোর, পাবনা ও রাজশাহী জেলার সেন্টার পয়েন্ট এ আত্রাই উপজেলা। আর এ কারণে এ উপজেলায় সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হতো। প্রকাশ্যে দিবালোকে জঙ্গি নিধনের নামে নিরীহ মানুষকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হতো। কুপিয়ে খণ্ড খণ্ড করে মরদেহ মাঠঘাটে ছড়িয়ে রাখার মতো বিভীষিকাময় ও লোমহর্ষক ঘটনা হয়ে থাকত। ভয়ে সবসময় আতঙ্কের মধ্যে থাকতেন এ দুই উপজেলার মানুষ। তবে ইসরাফিল আলম বিজয়ী হওয়ার পর একসময়ের রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত এ দুই উপজেলায় শান্তির সুবাতাস বইতে থাকে। সর্বস্তরের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়। শান্তিতে ঘুমাতে পেরেছেন এ দুই উপজেলার মানুষ। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে এ দুই উপজেলাকে শান্তির জনপদে রূপান্তর করেছেন বলে জানিয়েছেন তার সমর্থকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও