রাজধানীর হাতিরঝিল নিয়ে মিস প্ল্যান হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টিপাতকে মাথায় রেখে এর প্ল্যান করা হয়েছে। বাংলাদেশ তো বৃষ্টিপ্রবণ দেশ। ছয় ঋতুকে মাথায় রেখেই প্ল্যানটি করা উচিত ছিল। ৫০ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টি হলে ঢাকার অবস্থা কী হবে সেটাও ভাবার দরকার ছিল। এই বিষয়গুলো মাথায় রেখে যাদি পরিকল্পনাটি করা হতো, তাহলে আজ ঢাকার এমন দশা হতো না।
সম্প্রতি গুলশান-২ নম্বরে অবস্থিত নগর ভবনের মেয়র দফতরে বাংলা ট্রিবিউনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেয়র এসব কথা বলেন। একইসঙ্গে তিনি ট্যাক্স না বাড়িয়ে, ট্যাক্স দাতার সংখ্যা বৃদ্ধি করে সংস্থার আয় বাড়ানো এবং যানজট নিরসনসহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.