চেংদুর কনস্যুলেট ছাড়লেন মার্কিন কর্মকর্তারা
চীনের চেংদুতে মার্কিন কনস্যুলেট আজ সোমবার (২৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বেইজিং-ওয়াশিংটন টানাপোড়েন চরমমাত্রায় পৌঁছে যাওয়ার পরিপ্রেক্ষিতে আজ সকালেই কনস্যুলেটটি ছেড়ে যান সর্বশেষ মার্কিন কর্মকর্তা। চীনা রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন সিসিটিভি জানিয়েছেন, আজ খুব ভোরে কনস্যুলেট ভবনে যুক্তরাষ্ট্রের পতাকা নামিয়ে ফেলা হয়। কনস্যুলেটটি বন্ধের প্রস্তুতিকালে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভবনের চারদিক ঘিরে রেখেছিল।