কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘রাগ, অভিমান, দুঃখকে ভালোবাসায় রূপান্তর করুন’

প্রথম আলো ভারত প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ১০:০০

২৪ জুলাই ডিজনি-হটস্টারে মুক্তি পেল মুকেশ ছাবড়া পরিচালিত ‘দিল বেচারা’ ছবিটি। মুক্তির আগেই হাজার হাজার সুশান্তভক্ত আইএমডিবিতে ছবির রেটিং দিয়েছে দশে প্রায় দশ। সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি এটি, আর ছবির নায়িকা সানজানা সংঘির প্রথম। দিল্লি থেকে একান্ত সাক্ষাৎকারে মুঠোফোনে কথা হলো সানজানার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য।  

‘রকস্টার’ ছবি দিয়ে বলিউডে আপনার অভিষেক হয়। এখন আপনি ‘দিল বেচারা’ ছবির নায়িকার চরিত্রে। বলা যেতে পারে স্বপ্ন সত্যি হলো। কেমন লাগছে? ‘রকস্টার’ ছবিতে যখন কাজের সুযোগ পাই, তখন আমার বয়স ১৩ বছর। শুটিং শেষ করে যথারীতি পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ি। এর মধ্যে কিছু বিজ্ঞাপনের কাজ করেছি। ‘রকস্টার’ ছবির জন্য মুকেশ ছাবড়াই (‘দিল বেচারা’ ছবির পরিচালক) আমাকে আবিষ্কার করেছিল। আর এই ছবির জন্যও তিনিই আমাকে নির্বাচন করে। স্নাতক শেষ করার মাস দুই পর হঠাৎ মুকেশের ফোন আসে। অডিশনের জন্য ডাক পাই। একাধিক অডিশন দেওয়ার পর আমি নির্বাচিত হই। আর তখনই জানলাম মুকেশ এই ছবির পরিচালক। হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-এর হিন্দি রিমেক ‘দিল বেচারা’। ১৬ বছর বয়সে এই ছবিটা দেখেছিলাম। দারুণ লেগেছিল। আর এখন আমি এই ছবির নায়িকা। হ্যাঁ, স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও