You have reached your daily news limit

Please log in to continue


ঢাকার জলজট নিরসনে সাতটি করণীয়

ভূমিকা: ঢাকার জলজটের কারণ নিয়ে আলোচনার বিশেষ কিছু নেই। প্রতি বছর এ সময় এত বেশি আলোচনা হয় যে বিষয়গুলো এখন মোটামুটিভাবে চিহ্নিত। কয়েক বছর ধরে লক্ষ করছি, শহরের জল নিষ্কাশনের সক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। মাত্র ৬০ মিলিমিটার বৃষ্টিপাতে ঢাকা শহরের অনেক এলাকা পানির নিচে চলে যেতে দেখা যাচ্ছে। মৌসুমি আবহাওয়ার কারণে প্রতি বছর জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে প্রতি মাসে গড়ে ১২-১৮ দিন বৃষ্টিপাত হয়। এ সময় প্রতি মাসে বৃষ্টিপাতের পরিমাণ গড়ে ৩০০ মিলিমিটারের বেশি হয়। সুতরাং দেশের উন্নয়ন পরিক্রমায় এ ধরনের বৃষ্টির পানি ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও পরিকল্পনার বাস্তবায়ন থাকা প্রয়োজন। বিশেষত বড় শহরগুলোয় পানি নিষ্কাশনে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন, যেখানে উন্নয়ন নিয়ন্ত্রণের দুর্বলতার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ে। এ শহরে ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর একদিনে বৃষ্টির পরিমাণ ছিল ৩৪১ মিলিমিটার, যা এ পর্যন্ত সর্বোচ্চ বারিপাত। ওই সময় ঢাকা শহরের দুই-তৃতীয়াংশ পানির নিচে ডুবে গিয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন