পাথর সংকটে থমকে গেছে ১০৫ কিমি সড়কের সংস্কারকাজ
পাথর সংকটের কারণে রংপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন সংস্কার ও নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ এ নির্মাণ সামগ্রীর অভাবে ছয়টি প্যাকেজের প্রায় ১০৫ দশমিক ২৯ কিলোমিটার সড়কের নির্মাণ এবং সংস্কারকাজ থমকে গেছে । অন্যদিকে অতিবৃষ্টি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কারকাজ ব্যাহত হওয়ায় যানবহন এবং যাত্রী চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।