You have reached your daily news limit

Please log in to continue


পশুর হাটে মাস্ক নেই ২১ শতাংশের, থুতনির নিচে ২৬ শতাংশ

রাজধানীর গাবতলীর পশুর হাটে মাইকে ঘোষণা দিয়ে বলা হচ্ছে, ‘আপনারা কেউ মাস্ক ছাড়া হাটের ভেতরে ঢুকবেন না। জ্বর-কাশি থাকলে হাটের ত্রিসীমানায় পা দেবেন না।’ মাইকে যখন সচেতনতামূলক বক্তব্য চলছে তখন হাটের ভেতরে ৫০০ জনের মুখ গুণে দেখা গেছে, অন্তত ১০৭ জনের মুখে মাস্কই ছিল না। মাস্ক সঙ্গে থাকা বাকি ৩৯৩ জনের মধ্যে ১৩১ জনের মাস্ক তাঁর মুখের থুতনির নিচে রাখা ছিল। বাকি ২৬২ জনের মধ্যে কারো কারো হাতে মাস্ক থাকলেও বেশিরভাগের মুখেও মাস্ক পরা ছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন