![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-329750-1595776324.jpg)
ইতিহাসে প্রথমবারের মতো এক মিকাত দিয়ে মক্কা যাবেন হাজীরা
ইতিহাসে প্রথমবারের মতো এক মিকাত দিয়ে মক্কা প্রবেশ করবেন হাজীরা। নির্ধারিত মিকাত ছাড়া অন্যগুলো ব্যবহারের সুযোগ এবার থাকছে না।করোনার সংক্রমণ ও বিস্তার রোধে এ বছর হজের আয়োজন একেবারে সীমিত করেছে সৌদি সরকার। দেশ-বিদেশের মাত্র ১০ হাজার মানুষ এবার হজ করবেন।