দিন যায় বন্যা ব্যবস্থাপনা আরও বেহাল হয়
বাংলাদেশের বন্যা সমস্যা, তথা পানিসম্পদ ব্যবস্থাপনার বর্তমান অবস্থা অনেকটা শাহ আবদুল করিমের এই গানের মতো, ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম!’
পৃথিবীর তিনটি বড় নদীর অববাহিকায় বাংলাদেশের অবস্থান। এ কারণে উজানের স্বাভাবিক পানিপ্রবাহের সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত মিলে বছরের নির্দিষ্ট সময়ে বন্যার ভয়াবহতা দেখা যায়। বাংলাদেশ যেহেতু ভাটির দেশ, হাজার হাজার বছর ধরে ভূখণ্ড বিনির্মাণের পাশাপাশি নদীগুলো আমাদের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে একাকার। যদিও স্বাভাবিক বন্যা আমাদের মাটির উর্বরতা বৃদ্ধিসহ কৃষিকাজে ব্যাপক অবদান রাখে; তবে ফসলের ক্ষতি আর মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে অস্বাভাবিক বন্যার সময়।