‘ইনগ্রোউন হেয়ার’ দূর করার উপায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ১৯:১৬
‘ইনগ্রোউন হেয়ার’ বা ত্বকের ভেতরেই গজিয়ে ওঠা লোম এড়াতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।দেহের বিভিন্ন অংশের অবাঞ্ছিত লোম রূপ প্রকাশের ক্ষেত্রে সাধারণ সমস্যা। প্লাক, শেইভ বা ওয়াক্সের মাধ্যমে লোম দূর করা যায়।তবে ত্বকের ভেতরে বেড়ে ওঠা লোম দূর করতে চাই অন্য পন্থা।রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বকের ভেতর বেড়ে ওঠা অবাঞ্ছিত ও ক্ষুদ্র লোম থেকে মুক্তি পাওয়ার উপায় সম্পর্কে জানানো হল।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- মুখের লোম দূরীকরণ
- মুখের লোম