ব্রডের ৬ উইকেট, ম্যানচেস্টারে ইংল্যান্ডের বড় লিড
৬ উইকেটে ১৩৭ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের সকালে এসে গুটিয়ে গেল তারা মাত্র ১৯৭ রানে। স্টুয়ার্ট ব্রডের তেজি গতির সামনে টিকতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৪ ওভারে ৪ মেডেনসহ মাত্র ৩১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন স্টুয়ার্ট ব্রড। প্রথম ইনিংসে ১৭২ রানের বিশাল লিড পাওয়া ইংল্যান্ড এখন ম্যানচেস্টার টেস্টে জেতার স্বপ্ন দেখছে।
তৃতীয় দিনের লাঞ্চের আগেই ওয়েস্ট ইন্ডিজ বাকি ৪ উইকেট হারায়। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দ্রুতগতিতে লিড বাড়ানোর চেষ্টায় ছিল। সিরিজের দ্বিতীয় টেস্টে হারের পর ওয়েস্ট ইন্ডিজের কোচ সিমন্স দলের ব্যাটিংয়ের ওপর সব দায় চাপান। কিন্তু সিরিজ নির্ধারণী শেষ টেস্টের প্রথম ইনিংসে এসেও সেই বাজে ব্যাটিংয়ের কবল থেকে বেরোতে পারেনি তার দল।