খাড়া পাহাড়ে চমক, তরতরিয়ে হেঁটে উঠলেন সাধু
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ১৭:৪৮
খাড়া পাহাড়ের ঢালে হাঁটা মানেই চরম বিপদের শঙ্কা। কারণ পাহাড় থেকে ছিটকে নিচে পড়লেই প্রাণহানি নিশ্চিত। তাই পাহাড়ের ঢালে উঠতে দড়িসহ ব্যবহার করা হয় নানা নিরাপত্তামূলক সরঞ্জাম। সিনেমা বা অ্যানিমেশন ছবিতে কেবল পাহাড়ের ঢালে তরতরিয়ে হেঁটে উপরে উঠতে পারে শক্তিশালী চরিত্রগুলো। তবে এবার বাস্তবে খাড়া পাহাড়ের ঢালে হেঁটে উঠার চমক দেখালেন এক সাধু। আর সেই সাধুর পাহাড়ে চড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তেই ভাইরাল হয়।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- পাহাড়
- সাধুবাবা