শেষ হাটেও পশু বিক্রি নেই নাটোরে
উত্তরাঞ্চলের অন্যতম কোরবানির পশুর হাট নাটোরের তেবাড়িয়া হাটে পশু আমদানি ও বিক্রি দুটোই কম। ঈদের আগে সাপ্তাহিক শেষ হাটেও হয়নি কাঙ্ক্ষিত বেচা-কেনা। করোনা পরিস্থিতির কারণে বাজারে ক্রেতাসমাগম কম। এতে শেষ হাটে এসেও লাভ-লোকসানের হিসেব মেলাতে পারছেন না ইজারাদার ও ব্যবসায়ীরা। রোববার (২৬ জুলাই) দুপুরের পর হাটে গিয়ে দেখা যায়, নাটোর-রাজশাহী মহাসড়কের দুই পাশে বসেছে গরুর ও খাসির হাট। ঈদের শেষ হাটে গত সপ্তাহের চেয়ে ক্রেতা সমাগম কিছুটা বাড়লেও নেই বেচা-বিক্রি। গরুর চেয়ে খাসির হাটে ক্রেতাদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে। ৮ থেকে ১৫ হাজার টাকার মধ্যে অধিকাংশ খাসি বিক্রি হতে দেখা গেছে। হাটে মাঝারি খাসির চাহিদা বেশি। যেসব ব্যবসায়ীরা বড় খাসি এনেছেন সেসব খাসির বিক্রি তুলনামূলক কম।