কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুদ্ধটা মনস্তাত্ত্বিকও বটে

কালের কণ্ঠ এম এম খালেকুজ্জামান প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ১৫:২৫

বিকশিত হয়ে বিস্তৃত হতে চাওয়া মানব মনের মৌল বৈশিষ্ট্য। এই ‘বিস্তার’ আদতে মানুষের মনের বিস্তারকে (এক্সপ্যানশন) বোঝায়। স্বামী বিবেকানন্দ বলতেন বিস্তারই জীবন—‘এক্সপ্যানশন ইজ লাইফ’। মারণ ভাইরাস কভিড-১৯ সেই বিস্তার সূত্র মেনে মানবসমাজের সমাধি রচনা করতে চাইছে। জিনের গঠন বদলে প্রতিনিয়ত এই ভাইরাস যেমন নিজের চরিত্রই বদলে ফেলছে, তার সঙ্গে পাল্লা দিয়ে জনস্বাস্থ্য পরিস্থিতি ক্ষণে ক্ষণে বদলাচ্ছে। প্রতিদিন মৃত্যু তিন হাজার ছুঁই ছুঁই ছিল আমেরিকায়, ইতালি—স্পেনে হাজার করে। মৃত্যুরেখা আকাশ ছুঁতে চাইছে আর ‘ফ্লাটেনিং দি কার্ভ’ রাখতে চিকিৎসাকর্মীদের প্রাণান্ত প্রচেষ্টা। অযুত মৃত্যুর বিপরীতে নতুন মৃত্যু ঠেকাতে বিজ্ঞানীরা অপরিমেয় মানসিক চাপ নিয়ে ওষুধ আবিষ্কারে ব্যস্ত। অদেখা আণুবীক্ষণিক শত্রুর বিরুদ্ধে এক স্নায়ুক্ষয়ী মনস্তাত্ত্বিক যুদ্ধে লিপ্ত আবিশ্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও