৬৫০০ পাকিস্তানি জঙ্গি রয়েছে আফগানিস্তানে: জাতিসংঘ
আফগানিস্তানে এই মুহূর্তে ৬০০০ থেকে ৬,৫০০ পাকিস্তানি জঙ্গি রয়েছে বলে জাতিসংঘের এক রিপোর্টে দাবি করা হয়েছে। এই পাকিস্তানি জঙ্গিদের অধিকাংশই তেহরিক-ই তালিবান পাকিস্তানের সদস্য। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ওই রিপোর্টে আরো বলা হয়, এটা দু'টি দেশের জন্যই হুমকির কারণ। জাতিসংঘের অ্যানালাইটিকাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের এটি ২৬ তম রিপোর্ট। ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের উপর নজর রেখে এই রিপোর্ট তৈরি করা হয়।
সূত্রের খবর, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ১২৬৭ মনিটরিং কমিটির জমা দেয়া রিপোর্টে কাটাছেঁড়া করে, তার ভিত্তিতে এই রিপোর্টটি তৈরি হয়েছে।