![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbgsp-20200726124138.jpg)
চাকরির বয়স ৩৫ দাবিতে এবার ‘প্রতীকী আত্মহত্যার’ ডাক
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ ৪ দফা দাবি আদায়ে ‘প্রতীকী সুইসাইড (আত্মহত্যা)’ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি। আগামী ২৮ ও ২৯ আগাস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হবে। রোববার সংগঠনের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।