সেতু নয় যেন মরণফাঁদ!
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার হাজারও মানুষের দুর্ভোগের আরেক নাম ছনুয়া শেখেরখীলের ফাঁড়ির মুখের বেইলি সেতু। সেতু নয় যেন মরণফাঁদ। প্রতিদিন ঝুঁকি নিয়ে দুই গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ এ সেতু দিয়ে চলাচল করছেন।
এই সেতুটি কাল্লার পোয়ার ব্রিজ নামেও এলাকায় পরিচিত। এই বেইলি সেতুটি দীর্ঘ ২০০ ফুট বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার দক্ষিণ-পশ্চিমে শেখেরখীলও ছনুয়া ইউনিয়ন অবস্থিত। এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠীরা মাছ ও লবণ চাষের ওপর নির্ভরশীল।