কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুরুষ হয়ে ছাতা ব্যবহার করায় তিনি খেয়েছিলেন মার!

ডেইলি বাংলাদেশ যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ১১:০৮

রোদ কিংবা বৃষ্টি হলেই ছাতার মর্ম কতটুকু। তবে কখনো কি ভেবে দেখেছেন, ছাতার উৎপত্তি ও এটি ব্যবহারের প্রচলন ঘটে কবে? কতকিছুই না আছে ইতিহাসে।   ইতিহাসবিদরা মনে করেন, চিন, ভারত, ও আদি গ্রিস ও মিশরে প্রাচীনকালে ছাতার ব্যবহার ছিল। তবে ইউরোপে ছাতার ব্যবহারে তখনো প্রচলন ঘটেনি। তবে একসময় বাঁশ ও পাতা দিয়ে ছাতার মতো একটা জিনিস তৈরি করা হয়। যদিও ওই পাতার ছাতা আধুনিককালের মতো গোলাকার ছিল না। ইংল্যান্ডে ওই বাঁশ-পাতার তৈরি ছাতা ব্যবহার করতেন শুধু নারীরা। পুরুষদের সেই ছাতা ব্যবহার যদিও নিষিদ্ধ ছিল না। তবে নারীরা যেহেতু ব্যবহার করে এজন্য ছাতা পুরুষত্ব বিরোধী বলেই প্রচলিত ছিল। তাই ছাতার ব্যবহার তখন পর্যন্তও জনপ্রিয় হয়নি। তৈরি হয়নি আধুনিক ছাতাও। সেই প্রথা ভাঙলেন ইংল্যান্ডের প্রথম পুরুষ ‌জোনাস হ্যানওয়ে জোনাস হ্যানওয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও