
বাংলাদেশে কোভিড-১৯ মহামারি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার লক্ষণ প্রকটতর হচ্ছে। এ রোগ প্রথম শনাক্ত হওয়ার পর থেকে অধিকাংশ সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ঢাকায়। তারপর নারায়ণগঞ্জ, গাজীপুরসহ রাজধানীর আশপাশের কিছু এলাকায়। কিন্তু এখন দেখা যাচ্ছে, কোভিড১৯ ঢাকার বাইরে সারা দেশে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, ঢাকার বাইরে এখন প্রতি চারজনের নমুনা পরীক্ষা করে একজন সংক্রমিত রোগী শনাক্ত হচ্ছে। এই...