![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/dev-2007260347.jpg)
অসহায় বৃদ্ধের মাস্ক বিক্রি, ভিডিও দেখে দেবের আর্থিক সাহায্য
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ফের খবর হলেন টলিউড তারকা ও সাংসদ দেব। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার অমল ভৌমিক নামে এক বৃদ্ধ মাস্ক বিক্রেতা আলোচনায় উঠে আসেন। করোনাকালে আর্থিক অনটনে পড়ে যান এক বৃদ্ধ। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পথে নেমে মাস্ক বিক্রি শুরু করেন। স্থানীয় সিপিআইএম কর্মী সোমনাথ সরকার সেই ভিডিও টুইট করেন।