You have reached your daily news limit

Please log in to continue


বলিউডে কাজ পাচ্ছেন না এআর রহমান!

ভারতবাসী যাকে আদর করে ডাকে ‘মোজার্ট অব মাদ্রাজ’ সেই এআর রহমান সাম্প্রতিক সময়ে যে পরিমান তামিল সিনেমায় কাজ করেছেন সে তুলনায় হিন্দি ছবিতে তার উপস্থিতি নগণ্য। বিশ্ব দরবারে ভারতীয় সঙ্গীতের জন্য সম্মান বয়ে আনা অস্কারজয়ী সুরকারের ক্ষেত্রে কেন এমন হচ্ছে? এ বিষয়টিই সম্প্রতি একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে খোলাসা করেছেন এআর রহমান। রেডিও মিরচির সাপ্তাহিক টপ ২০ সেলেব স্পেশাল শোতে আরজে সুরেনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলিউডে তার ব্লকবাস্টার কাজগুলো নিয়ে বিস্তারিত আলাপ করেছেন। স্বভাবতই উঠে এসেছে, রোজা, দিল সে, স্বদেশ, গুরু, রকস্টার, তামাশা এবং ওকে জানু-এর মতো ছবির প্রসঙ্গ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন