হুট করে বদলে গেছে পৃথিবী, কমেছে ভূকম্পন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ০৯:০০
বছরের শুরু থেকেই হুট করে বদলে গেছে পৃথিবী। মানুষ ঘরবন্দী, বিমান বন্ধ, চলছে না গাড়ি-ট্রেনও। শিল্প-কারখানার গেটে তালা, স্কুল-কলেজ এখনো খুলেনি। অনেক দেশে লকডাউন তুলে দেয়া হয়েছে ঠিকই, কিন্তু সবকিছু চলছে সীমিত আকারে। এই সময়টাতে পৃথিবীর লাভ হয়েছে, মানবসৃষ্ট ভূকম্পন বিশ্বজুড়ে ৫০ শতাংশ কমে গেছে। গবেষকদের একটি দল বলছে, মানবসৃষ্ট ভূকম্পন কমে যাওয়ার ফলে প্রাকৃতিক উৎস থেকে বিজ্ঞানীরা এখন পরিষ্কারভাবেই সিসমিক সিগন্যাল শুনতে পাচ্ছেন। এসব প্রাকৃতিক উৎসের মধ্যে রয়েছে ছোট ভূকম্পন ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। সিএনএন।
- ট্যাগ:
- বিজ্ঞান
- পৃথিবী
- মৃদু ভূকম্পন