মহিলা ডাক্তারের মাথায় ‘থুতু ছেটালেন’ করোনা রোগী, ত্রিপুরায় শোরগোল
করোনা রোগীদের হেনস্থার মুখে পড়তে হল মহিলা চিকিৎসককে। মহিলা ডাক্তারের মাথায় থুতু ও মুখে কুলকুচি করে জল ছেটানোর অভিযোগ উঠল এক করোনা আক্রান্ত রোগীর বিরুদ্ধে। ত্রিপুরার এহেন ঘটনায় জোর চাঞ্চল্য় ছড়িয়েছে। জানা যাচ্ছে, গত সন্ধ্য়ায় ভগৎ সিং ইয়ুথ হস্টেলে কোভিড কেয়ার সেন্টারে আরও বেশ কয়েকজন করোনা রোগীকে ভর্তি করা নিয়ে গোলমাল বাধে। সেসময়ই একদল করোনা রোগী এক মহিলা ডাক্তারকে হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলার হেলথ সার্ভিল্য়ান্স অফিসার ডা. সঙ্গীতা চক্রবর্তী ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে জানিয়েছেন, কোভিড কেয়ার সেন্টারে কয়েকজন করোনা রোগী তাঁকে হেনস্থা করেছেন ও তাঁর গায়ে থুতু ফেলেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.