ঢাবির অনুমতি ছাড়াই ব্যবসা করছিলেন শিক্ষা ছুটিতে থাকা শারমিন

প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ২২:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হয়ে আওয়ামী লীগ নেত্রী শারমিন জাহান কীভাবে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মাস্ক সরবরাহ করলেন, সেই প্রশ্ন তুলেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মো. মইনুল ইসলাম আসামি শারমিন জাহানের কাছে জানতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বিএসএমএমইউ’র মতো আরেকটি সরকারি প্রতিষ্ঠানে মাস্ক সরবরাহ করতে পারেন কী না?

আসামির কাঠগড়ায় দাঁড়ানো আওয়ামী লীগ নেত্রী শারমিন জাহান তখন নিরুত্তর ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তাদের অনুমতি ছাড়াই ব্যবসা করছিলেন শারমিন জাহান। শিক্ষা ছুটিতে থেকে তিনি ব্যবসা করছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও