![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/25/54f8af46c000a9351463f5c79b75ffd6-5f1c492751ab8.jpg?jadewits_media_id=680346)
কথা রাখেননি চেয়ারম্যান তোতা মিয়া, সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ
যশোরের চৌগাছায় একটি সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ করেছে গ্রামবাসী। চার বছর আগেও তারা একই দাবিতে সেখানে ধান লাগিয়েছিল। সেই সময় চেয়ারম্যান, মেম্বাররা রাস্তা সংস্কারের আশ্বাস দেন। গত নির্বাচনের সময় চেয়ারম্যান তোতা মিয়া আশ্বাস দিলেও নির্বাচনের পর তিনি ওই গ্রামেই আসেননি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৪ জুলাই) রাতের কোনও এক সময় উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি (বৃত্তিপাড়া) থেকে নগরবর্ণি (গুপীনাথপুর) সড়কের গুপীনাথপুর প্রবেশের মুখে সড়কের প্রায় ত্রিশ ফুট এলাকায় ধান রোপণ করা হয়। রাস্তাটি নগরবর্ণি বাজার থেকে প্রায় ৫০০ মিটার বর্ণি গ্রামের দিকে গিয়ে বৃত্তিপাড়া থেকে কিছুটা ফ্লাট সোলিং, এরপর থেকেই কাঁচা। দীর্ঘদিন ধরে স্থানীয়রা সড়কটি পাকা করার দাবি করে আসছে।