![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F25%2Fkolkata-veg-sellar.jpg%3Fitok%3D_8rNzJxk)
রাস্তায় সবজি বেচছেন ‘পিএইচডিধারী’ রাইসা, প্রতিবাদের ভিডিও ভাইরাল
কলকাতা পৌরসভার বাসিন্দারা রাস্তার ধারে সবজি বিক্রি করতে বাধা দিয়েছেন, এমন অভিযোগ করে ঝরঝরে ইংরেজিতে এর প্রতিবাদ করছেন এক নারী সবজি বিক্রেতা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, ওই নারীর নাম রাইসা আনসারি। মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা তিনি। তাঁর ইংরেজি শুনে ঘটনাস্থলে উপস্থিত সবাই ওই নারীর শিক্ষাগত যোগ্যতার কথা জিজ্ঞাসা করেন। উত্তরে সবজি বিক্রেতা জানান, তিনি ইন্দোরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি করেছেন। প্রতিবাদের সময় ইংরেজিতে তিনি বলছেন, ‘বাজার বন্ধ, ক্রেতা নেই, আমি রাস্তার ধারে গাড