![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/bb11fc6f-584e-4da3-ae5f-1f0d3c10374f-2007251137.jpg)
রাজবাড়ীতে ৪০ হাজার মানুষ পানিবন্দী
পদ্মা নদীর পানি ছুটছে বিপদসীমার উপর দিয়ে। এরই মধ্যে পানিবন্দী পরিবারগুলো অবস্থান নিয়েছে রাজবাড়ী শহর রক্ষা বাঁধের অন্তার মোড় এলাকায়। দেখা দিয়েছে গো-খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এছাড়া ডাকাত আতঙ্কে রাত জেগে গরু ছাগল পাহারা দিতে হচ্ছে তাদের।