![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/07/online/facebook-thumbnails/sss-samakal-5f1beb7f33cde.jpg)
গলাচিপায় অস্ত্র ও জাল টাকাসহ একজন গ্রেফতার
পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও জাল টাকাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব- ৮। তার নাম মো. শাহিন মাতুব্বর (৩২)। তার কাছ থেকে ১টি ওয়ান সুটারগান, ৩ রাউন্ড গুলি ও ৫০০ টাকার ৩টি জাল নোট উদ্ধার করা হয়েছে।