দ. আফ্রিকায় শতাধিক বাংলাদেশি ও পাকিস্তানির ভিসা বাতিল
অবৈধ উপায়ে নেওয়ার অভিযোগে বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকদের শতাধিক ভিসা বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। ২২ জুলাই দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যারন মোটসোলেদী এ কথা জানিয়েছেন। মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি টুইটও করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আফ্রিকার দেশ নামিবিয়ায় অবস্থিত দক্ষিণ আফ্রিকা দূতাবাসের কর্মকর্তাদের যোগসাজশে ২০১৮ সাল থেকে অবৈধভাবে ভিসা ইস্যু করে দক্ষিণ আফ্রিকায় মানবপাচার করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র।
তিনি বলেন, এমন একটি সিন্ডিকেট চিহ্নিত করতে পেরেছে কর্তৃপক্ষ। এর সূত্র ধরে বাংলাদেশি ও পাকিস্তানের নাগরিকদের ইতোমধ্যে ইস্যু করা শতাধিক ভিসা বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা।