কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আট বছরে প্রথম শিশুর জন্ম, উৎসবে মেতে উঠলো পুরো গ্রাম

ডেইলি বাংলাদেশ ইতালি প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ১৩:০০

আট বছর পর ইতালির লম্বার্ডিতে পাহাড়ের উপর ছোট্ট গ্রাম মোরতেরোনে একটি শিশু জন্ম নিলো। এর ফলে গ্রামের লোকসংখ্যা বেড়ে হল ২৯। ২০১২ সালের পর ৮ বছর বাদে আবার এই গ্রামে রিবন সাজানোর সময় এল। পরিবারের তরফে জানানো হয়েছে লেক্কো-র আলেসান্দ্রো মানজোনি হাসপাতালে একটি শিশুর জন্ম হয়েছে। মা ও শিশু সুস্থ আছে।

ইতালির পুরনো প্রথা হল গ্রামে কোনও সন্তানের জন্ম হলে ঘরের দরজা রিবন বেঁধে সবাইকে তা জানানো। ছেলে হলে নীল রিবন আর মেয়ে হলে গোলাপি। বাড়ির দরজায় রিবন ইত্যাদি দিয়ে সাজিয়ে ব্যাপারটার মধ্যে একটা উৎসবের আমেজ এনেছে গ্রামবাসী। সবাই বেশ খুশি। ছেলে শিশুটির নাম রাখা হয়েছে ডেনিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও