![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/25/878f2d4de5ae62f2f2666e56c2cba508-5f1bb5b03639d.jpg?jadewits_media_id=1549372)
একটি সুপ্রভাতের জন্য
প্রথম আলো
প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ১০:৪৫
মিছিলেও গান থাকেপ্রেমিকার জন্য টান থাকেমাতৃস্নেহের ঘ্রাণ থাকেজীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সিস্টেমের প্রতি ক্ষোভ থাকে। তবুও আজ উত্থিত মুষ্টি হাতে স্লোগান হবেস্লোগান হবে অধিকারেরস্লোগান হবে অবিচারেরস্লোগান হবে আঠারো বছরের দীপ্তিময় তারুণ্যের। যে অভিমান আজ অভিযাত্রী করেছে পথেবাড়ি ফেরার ভয় নেইফিরে যাওয়ার পথ নেইমহাকাল ডেকেছে আবার এক মহাকাব্য রচনায়। আর যদি বিজয় নিয়ে না ফিরি মাতবে আমায় ভুলে যেওতবে ব্যর্থতার...