যুক্তরাষ্ট্র–চীন বিপজ্জনক বাঁকে
প্রথম আলো
প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ০৮:৪৬
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের পাল্টা পদক্ষেপ হিসেবে এবার সিচুয়ান প্রদেশের চেংদুতে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল চীন। যুক্তরাষ্ট্রকে ‘যোগ্য জবাব’ দিতেই তারা এ সিন্ধান্ত নিয়েছে বলে গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানায় বেইজিং। আগের দিন বৃহস্পতিবার মার্কিন প্রশাসন ভিসা জালিয়াতির অভিযোগ আনে চার চীনা নাগরিকের বিরুদ্ধে। তাদের দাবি, চীনের সেনাবাহিনীর সদস্য হওয়া সত্ত্বেও তাঁরা তথ্য লুকিয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এই পাল্টাপাল্টি পদক্ষেপে দুই দেশের মধ্যে উত্তেজনা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, যা স্বায়ুযুদ্ধকালের পরিস্থিতিকেই মনে করিয়ে দিচ্ছে।