রাজনীতি নিষিদ্ধ বুয়েটে কমিটি ঘোষণা করল ছাত্রদল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। অথচ আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্য সব ছাত্র সংগঠন বুয়েট প্রশাসনের ওই সিদ্ধান্তের বিরোধিতা না করে তাদের রাজনৈতিক কার্যক্রম তখনই তুলে নেয়।
শুক্রবার (২৪ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুয়েট ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এতে আসিফ হোসেন রচিকে আহ্বায়ক এবং আলী আহমদকে সদস্য সচিব করা হয়। কমিটির মোট সদস্য ৫ জন।