করোনায় বন্ধ খেলা, রুটি রুজি নিয়ে টান পড়েছে দেশের ফুটবলারদের
সময় টিভি
প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ০৬:৪২
দ্রুত ঘরোয়া ফুটবল মাঠে ফেরাতে আহ্বান জানালেন জাতীয় দলের ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী। তবে, তার জন্য বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে এগিয়ে আসতে পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, জেলা ও বিভাগগুলোতে ঘরোয়া লিগ শুরু করা গেলে, সচল থাকবে ফুটবলারদের পাইপলাইন। বাংলাদেশের ফুটবলের সার্বিক উন্নয়নে যা অত্যাবশ্যকীয় বলে মনে করেন নাসির।
করোনা ভাইরাসের আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের ফুটবল। মধ্যপথে লিগ বন্ধ হয়ে যাওয়ায়, মাঝ সমুদ্রে পড়েছেন ফুটবলাররা। বেশিরভাগ ক্লাব অর্থ বুঝিয়ে দিলেও, অনেকেই এখনো পান নি কোন কানাকড়ি। আগামী মৌসুমটাও কখন শুরু হবে, তা নিয়ে চলছে টালবাহানা।