কভিড-১৯ ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের শ্রমবাজার এক ধরনের সংকটের মধ্য দিয়েই যাচ্ছে। স্বাভাবিক সময়ে বিভিন্ন দেশে বছরে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হলেও চলমান মহামারীর কারণে গত কয়েক মাসে কোনো দেশেই নতুন করে বাংলাদেশের কর্মীরা যেতে পারছেন না। বিপরীতে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন লক্ষাধিক। পুনরায় কর্মস্থলে যোগদানের বিষয় নিয়ে এক ধরনের অনিশ্চয়তায় রয়েছেন তারা। এর সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে বিদেশগামী প্রত্যেক যাত্রীর জন্যই কভিড-১৯ নেগেটিভ সনদ বাধ্যতামূলক হওয়ার কারণে বাড়তি অতিরিক্ত খরচ যোগ হয়েছে, যা ব্যয়ের সামর্থ্য নেই বেশির ভাগের। এ অবস্থায় নতুন করে বিমানবন্দরে নিরাপত্তা ও উন্নয়ন ফি ধার্য করার বিষয়টি বিদেশযাত্রায় প্রবাসী কর্মীদের ওপর বাড়তি চাপেরই নামান্তর। অনেক কর্মীই এসব খরচ মেটাতে অপারগ। এ কারণে বিদেশে কর্মস্থলে ফেরা নিয়ে প্রবাসী কর্মীদের মধ্যে অনেকেই ভুগছেন বড় ধরনের অনিশ্চয়তায়, যা দেশের জনশক্তি রফতানিকে বাধাগ্রস্ত করবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.