![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/07/online/facebook-thumbnails/ehsan-samakal-5f1ae3086ebb2.gif)
তালেবান সন্ত্রাসী এহসানের অবস্থান জানতে চায় পিপিপি
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সাবেক মুখপাত্র ও জেলপলাতক সন্ত্রাসী এহসানউল্লাহ এহসানের অবস্থান জানতে চেয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। সংসদের উচ্চ সভায় বক্তব্য রাখতে গিয়ে পিপিপির সংসদীয় নেতা সিনেটর শেরি রেহমান জানতে চেয়েছেন, ‘কেন তিনি (এহসান) কারও (আইনশৃঙ্খলা বাহিনী) হেফাজতে নেই?’ ডন নিউজের বরাত দিয়ে জাস্ট আর্থনিউজ এ খবর জানিয়েছে।