ধানমন্ডি ৩২ নম্বর থেকে পথচলা শুরু হচ্ছে নতুন স্বাস্থ্য ডিজির
আগামী রোববার কিংবা সোমবার গণমাধ্যমকর্মীদের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। সরকারি কর্ম দিবসের প্রথম কিংবা দ্বিতীয় দিনে তিনি মহাপরিচালক হিসেবে কাজে যোগদান করবেন। এর আগে তিনি আগামীকাল শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
তবে এদিন তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলবেন না। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মহামারি করোনাকালে এ দুর্যোগময় মুহূর্তে তিনি স্বাস্থ্য মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপনাদের সঙ্গে (গণমাধ্যমকর্মী) কথা বলতে হলে আমাকে স্বাস্থ্য অধিদফতরের সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.