![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F07%2F24%2Fchina_0.jpg%3Fitok%3DzQIvccOU)
চীনের গির্জা থেকে ক্রুশ ও যিশুর ছবি সরানোর নির্দেশ
চীনা সরকার দেশটিতে খ্রিস্টানদের চার্চে থাকা ক্রুশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। এমনকি বাড়ি থেকে যিশুর ছবিও সরিয়ে ফেলার আদেশ জারি করা হয়। ধর্মীয় ছবি নামিয়ে দেশটির কমিউনিস্ট নেতাদের ছবি টানাতে বলা হয়েছে। সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, দেশটির আনহুই, হেবেই ও ঝেজিয়াং প্রদেশে বিভিন্ন চার্চের ধর্মীয় নিদর্শন ক্রুশ জোর করে ধ্বংস করে দিয়েছে কর্তৃপক্ষ।
শাংশি প্রদেশের এক কর্মকর্তা ঘোষণা করেছেন, খ্রিস্টানদের বাড়িতে থাকা ধর্মীয় ছবি নামিয়ে সেখানে দেশটির বিপ্লবী কমিউনিস্ট নেতাদের ছবি টানাতে হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ছবি
- সরানোর পরিকল্পনা
- যিশু
- গীর্জা