যুক্তরাষ্ট্রে চাকরিতে ফিরেছেন করোনায় বেকার ৭৫ লাখ কর্মী
মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে মে ও জুন মাসে এসে ৭৫ লাখ কর্মী আবার কর্মক্ষেত্রে যোগদান করেছেন। যারা করোনায় ধাক্কায় তাদের চাকরি হারিয়েছিলেন। গত বৃহস্পতিবার (২৩ জুন) অধিদপ্তরের তথ্য, গেল সপ্তাহে বেকার ভাতার জন্য দেশটির ১৪ লাখ ১৬ হাজার জন আবেদন করেছেন যা এর আগের সপ্তাহের তুলনায় ১ লাখ ৯ হাজার বেশি। দেশটির শ্রম অধিদপ্তর বলছে, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়ায় গত মার্চ ও এপ্রিলে দেশটিতে চাকরি হারিয়েছিলেন ২ কোটি ১০ লাখ মানুষ।