![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/24/ecdbc1e13ea6f6efc3d27a849bbef4d6-5f1ab8f08f8e7.jpg?jadewits_media_id=680108)
নাম বললে চাকরি থাকবে না!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১৬:২৭
‘নাম বললে চাকরি থাকবে না’— এমন নাম ও খবরের ছবি দেখেই আঁচ করা যায় এটা মজার কোনও নাটক। হ্যাঁ, ঈদের জন্য তৈরি হয়েছে এটি। যেখানে মজার তিনটি চরিত্রে আছেন জোভান আহমেদ, মুমতাহীনা টয়া ও মুকিত জাকারিয়া। নাটকটি লিখেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনায় আছেন সরদার রোকন। এ কাজ প্রসঙ্গে জোভান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এটা মূলত হাসির একটি নাটক। এতে আমাকে একজন ক্রিয়েটিভ সেলসম্যান হিসেবে দেখা যাবে। যে নিজের পণ্য নিজেই তৈরি ও বিক্রি করে। এজন্যই নিজেকে ‘ক্রিয়েটিভ সেলসম্যান’ দাবি করে। কিন্তু তার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে পণ্য কেউই কেনে না। ঘটনাক্রমে একটি বাসায় সে ঢুকে পড়ে। যে বাসার গৃহিণী হলেন টয়া।’’