২০৪০ সালে সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ তিনগুণ হবে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১৫:২৩
সরকার ও কোম্পানিগুলো যদি উল্লেখযোগ্য হারে প্লাস্টিক উৎপাদন হ্রাস করতে যথাযথ পদক্ষেপ নিতে না পারে তাহলে আগামী বিশ বছরের মধ্যে সমুদ্রে ভাসমান প্লাস্টিকের পরিমাণ ও সাম্রুদ্রিক প্রাণী হত্যার পরিমাণ তিনগুণ বেড়ে যাবে বলে বৃহস্পতিবার প্রকাশিত নতুন এক গবেষণায় জানা গেছে। খবর বার্তা সংস্থা রয়টার্স। ইন্টারন্যাশনাল সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাস মহামারিকালে একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় এমন প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এশিয়ার সমুদ্র সৈকতগুলোতে ফেস মাস্ক ও গ্লাভস ভেসে থাকতে দেখা যাচ্ছে।