মিডিয়া ট্রায়ালের কারণ ও রকমফের
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১৫:০২
কেউ গ্রেপ্তার হলে, বিশেষ করে সেটা যদি হয় আলোচিত ঘটনা, তাহলে ‘মিডিয়া ট্রায়াল'-এর হওয়ার অভিযোগ উঠছে৷ কেন ওঠে এমন অভিযোগ? এটা নিয়ে সাংবাদিকরাই বা কী ভাবছেন?ভুয়া করোনা পরীক্ষা নিয়ে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী গ্রেপ্তার হওয়ার পর প্রশ্নটি আরো জোরালো৷ কিছু সংবাদমাধ্যম তার বিরুদ্ধে মূল অভিযোগকে গুরুত্ব না দিয়ে তার ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি উৎসাহ দেখাচ্ছে৷ তার ব্যক্তিগত বা পারিবারিক ছবি প্রকাশেই অনেক উৎসাহ দেখাচ্ছেন তারা৷ এটা রিজেন্ট হাসপাতালের মো. সাহেদকে গ্রেপ্তারের পরও ঘটছে৷