একটা প্রবাদ আছে: সামনে দিয়ে পিঁপড়া যেতে পারে না, কিন্তু পেছন দিক দিয়ে হাতি গেলেও টের পায় না। পিঁপড়া আর হাতি যে সমান, তা জানেন তো। কারণ, দুজনেরই শুঁড় আছে। কাজেই সামনে দিয়ে পিঁপড়া গেলে হাতি যাচ্ছে হাতি যাচ্ছে বলে যদি আমরা চিৎকার করে উঠি, খুব একটা ভুল কিন্তু করা হয় না। লিখেছেন আনিসুল হক।
- ট্যাগ:
- মতামত
- দুর্নীতি
- অনিয়ম
- স্বাস্থ্য খাত