পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের এক ব্যস্ত বাজারে বৃহস্পতিবার গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষ ২০ জন জখম হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, ব্যস্ত বাজারের মধ্যে একটি গাড়িতে বোমাটি রাখা ছিল। বিস্ফোরণ ঘটার কয়েক মিনিটের মধ্যে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আহতদের দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাইবার পাখতুনখওয়া প্রদেশের পরচিনা শহরের তুরি নামের এই বাজারটি সবজির বাজার হিসেবেই বেশি পরিচিত। খবর এনডিটিভির।বিস্ফোরণের পর স্থানীয় মানুষ পরচিনার প্রেস ক্লাবে হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.