ভারতের ৭ গবেষণাগারে চলছে ভ্যাকসিন তৈরির কাজ
করোনা রোধে বিশ্বজুড়ে ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা চলছে। সব দেশেই চলছে নিরন্তর প্রচেষ্টা। কে আগে ভ্যাকসিন আনছে সে দিকে তাকিয়ে রয়েছেন প্রত্যেকে। এ ক্ষেত্রে পিছিয়ে নেই ভারত। ইতিমধ্যেই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালও শুরু করেছে ভারত। ভারত বায়োটেকের ‘কো-ভ্যাকসিন’-এর পাশাপাশি আরও একাধিক সংস্থা এ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, ভারতের মোট সাতটি সংস্থা রয়েছে ভ্যাকসিন তৈরির দৌড়ে। এসব সংস্থার মধ্যে রয়েছে -ভারত বায়োটেক, সিরাম ইনস্টিটিউট, জাইডাস ক্যাডিলা, পানাসিয়া বায়োটেক, ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস, মাইনভ্যাক্স, বায়োলজিক্যাল-ই।