হুয়াওয়ের প্রযুক্তির মাধ্যমে জ্বালানি খাতে ডিজিটাল রূপান্তরের সম্ভাবনা
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ০৮:৩৬
সম্প্রতি, অনলাইনে হুয়াওয়ে অয়েল অ্যান্ড গ্যাস ভার্চুয়াল সামিট ২০২০ সফলভাবে শেষ হয়েছে। ‘ডাটা টু ব্যারেল’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সম্মেলনে আন্তর্জাতিক ক্রেতা, এ শিল্পখাতের অংশীদার, খাতসংশ্লিষ্ট অগ্রগণ্য ব্যক্তিবর্গ ও বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।
সম্মেলনে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি), শ্লুমবার্জার এসআইএস’র ডিজিটাল রূপান্তরের সাথে সংশ্লিষ্ট প্রতিনিধিগণ এবং ফরাসি তেল ও গ্যাস উত্তোলনকারী বৃহৎ প্রতিষ্ঠান টোটালের সাবেক প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) ব্যয় সংকোচনের মাধ্যমে কীভাবে তেল ও গ্যাস প্রতিষ্ঠানগুলো মুনাফা বৃদ্ধি করতে পারে এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে কীভাবে প্রতিষ্ঠানে ভ্যালু সংযোজন করা যায় সে বিষয়গুলো নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।